ঈদ মানে হাঁসি, ঈদ মানে খুশি। ঈদের আমেজকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে তোলে নতুন পোশাক। বিষয়টা যদি হয়ে থাকে মেয়েদের পোশাক, তাহলে তো কথাই নেই। প্রতিটি মেয়েই চায় নতুনত্ব এবং আভিজাত্যের ছাপে নিজেকে রাঙ্গিয়ে নিতে। আপনাদের কথা মাথায় রেখেই এবার মেহজিন ব্রান্ডের ঈদ কালেকশন সাজানো হয়েছে। যারা নিজেকে সবার থেকে একটু ভিন্নভাবে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চান, তাদের জন্যই আমাদের এবারের শাড়ির কালেকশন সাজানো হয়েছে।
ঈদের সারা দিন ও গরমের কথা মাথায় রেখেই করা হয়েছে শাড়ির নকশা। সিল্ক, হাফসিল্ক, মসলিন শাড়িগুলোতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, কাঁথার ফোঁড় ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে।